Ami Abar Klanto Pothochari Lyrics

Alada Alada - Iman Chakraborty Lyrics Ami Abar Klanto Pothochari Lyrics

Singer Iman Chakraborty
Singer Shamik Chakravarty
Music Anupam Roy
Song Writer Anupam Roy

Alada Alada Lyrics

আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ...
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।

কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
অনেক নীচে জল
সেখানে এক ফালি চাঁদ ভাসছে
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।

কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে?

বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।



Previous Post Next Post
close