Tomar Khola Hawa - Shaan Lyrics
| Singer | Shaan |
| Singer | Pijush Dhar |
| Music | Rabindra Sangeet |
| Song Writer | Rabindranath Tagore |
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে,
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে,
তোমার খোলা হাওয়া।
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো।
সকাল আমার গেলো মিছে,
বিকেল যে যায় তারি পিছে গো।
রেখোনা আর, বেধনা আর
কুলের কাছাকাছি।
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে,
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে।
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা,
ডেউ গুলো জে আমায় নিয়ে
করে কেবল খেলা।
মাঝির লাগি আছি
সকল রাত্রি বেলা,
ডেউ গুলো জে আমায় নিয়ে
করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে,
ডরব না তার ভ্রূকুটিতে।
ঝড়কে আমি করব মিতে,
ডরব না তার ভ্রূকুটিতে।
দাও ছেড়ে দাও, ওগো
আমি তুফান পেলে বাঁচি।
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি,
আমি ডুবতে রাজি আছি।
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।